রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:১১

অধ্যাপক ডা. শহীদুল বশির ইন্তেকাল

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৪, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

অধ্যাপক ডা. শহীদুল বশির ইন্তেকাল

পপুলার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শহীদুল বশির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর কল্যাণপুর ওভারব্রিজে তার মৃত্যু হয়। পপুলার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রাজশাহী থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন ডা. শহীদুল বশির। এরপর কল্যাণপুর ওভারব্রিজে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন।

অধ্যাপক ডা. শহীদুল বশির কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রংপুর মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কামাসুতি গ্রামে জন্মগ্রহণ করেন। জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে, এবং এমবিবিএস ডিগ্রি অর্জন করেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। পরবর্তী সময়ে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (নিপসম) থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রিসহ ডক্টরেট করেন। তিনি ১৯৮৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ