পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন দায়িত্ব ছাড়ছেন, অপসারণ নয়: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আগামী দু’এক দিনের মধ্যেই তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, পররাষ্ট্র সচিবকে অপসারণ করা হয়নি; বরং তিনি ব্যক্তিগত কারণেই নিজ উদ্যোগে এ দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন।
তৌহিদ হোসেন আরও জানান, “পররাষ্ট্র সচিব এখনও চাকরিতে আছেন। কেবল দায়িত্ব পরিবর্তন হচ্ছে, অপসারণ নয়।”
সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে সচিবের অনুপস্থিতি এবং বিদেশ সফরে অংশ না নেওয়াকে ঘিরে বিভিন্ন গুঞ্জন তৈরি হয়। বিশেষ করে চলতি মাসে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তার অনুপস্থিতি বিষয়টি আলোচনায় আসে। তবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এসবের সঙ্গে সচিবের পদত্যাগের কোনও সংশ্লিষ্টতা নেই।