ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
আজ (২৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে (কেআইবি) দুই দিনব্যাপী জাতীয় সংলাপ শুরু হবে, যা আগামীকাল (২৮ ডিসেম্বর) শেষ হবে। সংলাপের মূল উদ্দেশ্য নির্বাচন ও সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো।
সংলাপের উদ্বোধন করবেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রথম দিন দুটি অধিবেশন হবে। ‘ঐক্য কোন পথে’ শিরোনামের অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মহাম্মদ রেজাউল করিমসহ রাজনৈতিক নেতারা অংশ নেবেন। দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
সংলাপের দ্বিতীয় দিনে আরও তিনটি অধিবেশন হবে, যার মধ্যে ‘গুম–খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’, ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ এবং ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ বিষয়ক আলোচনা থাকবে। এতে অংশ নেবেন উপদেষ্টাগণ ও রাজনীতিবিদরা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান। সমাপনী বক্তব্য দেবেন রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ।