রবিবার, ২৫শে মে, ২০২৫| রাত ১:৫৭

গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা

প্রতিবেদক
staffreporter
মে ১৭, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা

গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা

যুক্তরাষ্ট্র গাজার অবরুদ্ধ অঞ্চল থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের একটি প্রস্তাব বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। শুক্রবার (১৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে লিবিয়ার সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ২০১১ সাল থেকে জব্দ করে রাখা বিলিয়ন বিলিয়ন ডলারের লিবীয় সম্পদ মুক্ত করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজার মানুষকে লিবিয়ায় পাঠাতে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র তাদের বিনামূল্যে ঘরবাড়ি, আর্থিক ভাতা ও অন্যান্য সহায়তার প্রস্তাব রেখেছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র। আলোচনায় ইসরায়েলের সংশ্লিষ্টতা থাকার কথাও জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র দাবি করেছেন, বাস্তবে এমন কোনো পরিকল্পনা নেই এবং এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি। গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসও জানায়, তারা এমন কোনো উদ্যোগ সম্পর্কে অবগত নয়। হামাসের জ্যেষ্ঠ নেতা বাসিম নাঈম বলেন, “ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। প্রয়োজনে তারা আরও ত্যাগ স্বীকার করবে।” তিনি স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিনিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদেরই।

উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং দেশটিতে বর্তমানে দুটি প্রতিদ্বন্দ্বী সরকার বিদ্যমান। এমন এক পরিস্থিতিতে গাজার জনগণকে লিবিয়ায় পাঠানোর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গ

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি