শান্তর লড়াকু ইনিংস, তবে চাপে বাংলাদেশ
তানজিদ তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নেন শান্ত। শুরু থেকেই তিনি ধৈর্য ধরে ব্যাট চালিয়ে যান এবং ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একপ্রান্ত আগলে রাখেন। ৭১ বলে ফিফটি করা শান্ত ১১০ বলে ৭৭ রান করে আউট হন। ও’রুর্কের বলে পুল করতে গিয়ে টাইমিং মিস করে ক্যাচ তুলে দেন তিনি।
৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৬৫/৬। রিশাদ ১* ও জাকের আলি ২০* রান নিয়ে ব্যাট করছেন।
ব্যাটিং সহায়ক রাওয়ালপিন্ডির উইকেটে পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেন তামিম ও শান্ত। তবে তামিম আবারও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ২৪ বলে ২৪ রান করে উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচে আউট হন তিনি।
তিন নম্বরে প্রমোশন পেয়ে ব্যাট করতে আসেন মেহেদি হাসান মিরাজ। শুরুটা ভালো হলেও ১৪ বলে ১৩ রান করে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন। তার পরের ব্যাটসম্যান তাওহিদ হৃদয় প্রচণ্ড চাপে ছিলেন। কিউই বোলারদের সামলাতে না পেরে ২৪ বলে মাত্র ৭ রান করেন তিনি।
হৃদয়ের ধীরগতির ব্যাটিং দলের রানরেটে প্রভাব ফেলে, যার ফলে মুশফিকুর রহিম দ্রুত রান তুলতে গিয়ে ৫ বলে ২ রান করে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ওপর দায়িত্ব ছিল ইনিংস মেরামতের, তবে তিনিও ব্যর্থ হন। ৪ রান করে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফেরেন।
একের পর এক ব্যাটসম্যানের ব্যর্থতায় চাপের মুখে বাংলাদেশ, এখন বাকি ব্যাটারদের ওপর নির্ভর করছে দলের সংগ্রহ কতদূর এগোবে।