ঢাকায় ইউএই প্রতিনিধিদলের সফর, বন্ধুত্ব ও বিনিয়োগের বার্তা
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা পৌঁছে দিয়ে ইউএই প্রতিনিধিরা ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানান। এই উদ্যোগের জন্য দেশটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা এবং ইউএই থেকে বিভিন্ন খাতে আসা বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে ইউএইয়ের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলি আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাওয়ি।
বৈঠকে শেখ নাহায়ান বলেন, তারা রাষ্ট্রপতির নির্দেশে একাত্মতা ও বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের ঘনিষ্ঠ সংলাপকে তারা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং বিনিয়োগ থেকে শুরু করে ভিসা—সব ক্ষেত্রে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, বাংলাদেশের শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগে তিনি ইউএই’র আগ্রহকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন এবং এই বন্ধুত্বপূর্ণ অঙ্গীকারকে উৎসাহিত করা হবে।
বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামোদি এবং আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদের অভ্যর্থনা জানান।