রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫২

খুলনায় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষ: আটক ২

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংঘর্ষের প্রায় চার ঘণ্টা পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বাস চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ইউনেস্কো ২৭৬ কোটি টাকার অনুদান দিয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে বুধবার, যখন গোপালগঞ্জ থেকে আসা একটি বাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাজীব পরিবহনের হেলপার ও সুপারভাইজার মারধর করে। এ খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে গেলে তাদের ওপরও হামলা চালায় বাস শ্রমিকরা। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ জন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করে। ঘটনায় উত্তেজনা কমাতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ