শ্রমিকের স্বার্থই হবে অগ্রাধিকার—শিগগিরই আসছে সংশোধিত শ্রম আইন: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
শ্রমিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই দেশের বিদ্যমান শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, নতুন আইনে শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, একই সঙ্গে মালিকপক্ষের ন্যায্য অধিকারও বিবেচনায় রাখা হবে।
বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা এ কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন জানান, শ্রম আইন সংশোধনের চূড়ান্ত খসড়াটি আগামী জুন মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সঙ্গে একটি বৈঠকে উপস্থাপন করা হবে। বৈঠক শেষে সংশোধনী আইনের চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়ন করা—যেখানে শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে, আবার মালিকপক্ষও তাদের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে।”
এ সময় তিনি মহান মে দিবস উপলক্ষে আগামীকাল ১ মে, বৃহস্পতিবার রাজধানীতে একটি শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজনের কথাও জানান। শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে এই দিবসে শ্রম মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেবে কর্মসূচিতে।
উল্লেখ্য, বর্তমান শ্রম আইনে নানা অস্পষ্টতা ও আধুনিক শ্রম বাজারের চাহিদার সঙ্গে অসামঞ্জস্যের কারণে তা সংশোধনের দাবি দীর্ঘদিনের। নতুন করে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া শ্রমজীবী জনগোষ্ঠীর জন্য একটি আশাব্যঞ্জক বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।