সিলেট টেস্টের প্রথম দিনেই জিম্বাবুয়ের সাফল্য, প্রশংসায় মুখর ল্যাঙ্গাভেল্ট
সিলেট টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। বল হাতে এবং ব্যাট হাতে উভয় বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে দলটি। এই পারফরম্যান্সে মুগ্ধ জিম্বাবুয়ের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। বাংলাদেশের সাবেক এই বোলিং কোচ জানেন টাইগার ব্যাটারদের দুর্বলতা, আর সেই অভিজ্ঞতাই হয়তো কাজে দিয়েছে তার শিষ্যদের।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ল্যাঙ্গাভেল্ট বলেন, “জিম্বাবুয়ের জন্য এটা ছিল দারুণ এক দিন। প্রথম সেশনে আমাদের বোলাররা একটু বেশিই শর্ট বল করছিল, যার ফলে ব্যাটাররা সহজেই খেলতে পারছিল। তবে দ্বিতীয় সেশনে স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিং করেছে, মাঝখানে বেশ কিছু ওভার রান আটকে রাখা গেছে। এরপর শান্তর উইকেট তুলে নিয়ে ছোট একটি ধস নামানো গেছে, যা আমাদের জন্য দারুণ ব্যাপার।”
তিনি আরও বলেন, “তৃতীয় সেশনে স্পিনাররাই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেয়। সবাই দারুণ শৃঙ্খলার সঙ্গে বল করেছে। উইকেটটি ছিল দ্রুতগতির, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। অবশ্য এখনো অনেক ক্রিকেট বাকি।”
দলের পেসার ভিক্টোর নোয়াচিকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ল্যাঙ্গাভেল্ট। বলেন, “নোয়াচি দারুণ লেন্থে বল করেছে, টাইট ছিল এবং এখানে যে বাউন্স পাওয়া গেছে তা ভালোভাবে ব্যবহার করেছে। সে আগের কয়েক ম্যাচেও ভালো করছে। যদি সে এই আগ্রাসী মনোভাব এবং সঠিক লেন্থ ধরে রাখতে পারে, তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।”
অনেক দিন পর বাংলাদেশে ফিরে আসা ল্যাঙ্গাভেল্ট বাংলাদেশের ক্রিকেটে কিছু পরিবর্তনের কথা স্বীকার করেছেন। জানান, “কয়েকজন পুরনো মুখকে এখনো দেখা যায়। তবে এখন বোলারদের আরও বেশি ধৈর্য নিয়ে নির্দিষ্ট জায়গায় বল করতে হয়। ব্যাটাররা কেমন খেলবে সেটা জানলেও সফল হতে হলে সঠিক জায়গায় বল করাটা জরুরি।”
বাংলাদেশি ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্নে ল্যাঙ্গাভেল্ট বলেন, “ব্যাটিংয়ে এমন হতে পারে। আমাদের ব্যাটাররা শৃঙ্খলার সাথে ব্যাট করেছে। কিছু মানসিক ভুল হয়ত হয়েছে, তবে একেবারে বাজে শট বলব না। মুজারাবানির বলে শান্ত আউট হওয়ার বলটি আসলে তার স্কোরিং এরিয়াতেই ছিল, তবে বেশি বাউন্স পেয়েছিল। মাঝে মাঝে এমন হয়ে যায়।”
সিলেট টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ে দল আত্মবিশ্বাসী, আর কোচের মুখে শিষ্যদের প্রশংসা প্রমাণ করে তাদের সঠিক পথেই এগিয়ে চলা।