সোমবার, ১০ই মার্চ, ২০২৫| বিকাল ৫:০৯

আজ ভালোবাসা দিবস

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
আজ ভালোবাসা দিবস

আজ ভালোবাসা দিবস

আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস বা বিশ্ব ভ্যালেন্টাইনস ডে। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে এই দিবসটি পালিত হয় এবং বাঙালি মনের ভালোবাসাও আজ পায় পবিত্রতা। ফুলে রাঙা এবং বাসন্তী মোহে মুগ্ধ হয়ে আজকের দিনটি ভালোবাসা ও ভালোবাসার মানুষের জন্য বিশেষ হয়ে ওঠে। শুধু তরুণ-তরুণী নয়, সকল বয়সের মানুষই তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটাবেন।

আজকের এই ভালোবাসা দিবসটি প্রেমিক-প্রেমিকার জন্য হলেও এটি মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও উদযাপিত হয়। সারাদেশে নানা আয়োজন এবং আনুষ্ঠানিকতার মাধ্যমে এই দিনটি পালিত হবে, যেখানে উপহার দেয়া-নেয়া চলবে। রাজধানীসহ বিভিন্ন স্থানে কনসার্টও আয়োজন করা হয়েছে।

অনেকে বিশ্বাস করেন যে, ফেব্রুয়ারির এই সময় পাখিরা তাদের জুটি খুঁজে বাসা বাঁধে এবং বৃক্ষের কচি কিশলয় জেগে ওঠে। ফুলের সৌন্দর্য এবং তার তীব্র সৌরভ ছড়িয়ে পড়ে। ভালোবাসা দিবসে প্রচলিত উপহারের মধ্যে রয়েছে চকোলেট, পারফিউম, গ্রিটিংস কার্ড, ই-মেইল, মুঠোফোনের এসএমএস-এমএমএসে প্রেমবার্তা, হীরার আংটি, প্রিয় পোশাক ইত্যাদি।

ভালোবাসা দিবসের ইতিহাসের পেছনে রয়েছে দুটি প্রাচীন রোমান প্রথা। সেন্ট ভ্যালেনটাইন, একজন খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক, যাকে রোমান সম্রাট গথিকাস ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে সেন্ট ভ্যালেনটাইন তার প্রিয় মেয়েকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি নিজের নাম সই করেন ‘ফ্রম ইওর ভ্যালেনটাইন’। তার মৃত্যুর পর, তার প্রেমিকা এবং মেয়ে এই দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন শুরু করেন।

এরপর ৪০০ খ্রিস্টাব্দের দিকে ভ্যালেনটাইনস ডে আরও ব্যাপকভাবে উদযাপিত হতে শুরু করে, কারণ রোমানরা ১৪ ফেব্রুয়ারি এই দিনটি জুনো উৎসবের সাথে যুক্ত করে এবং তা ভ্যালেনটাইনস ডে হিসেবে পালিত হতে থাকে। এখন এটি ইউরোপ থেকে শুরু করে পুরো বিশ্বে ব্যাপকভাবে উদযাপিত হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ