শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| রাত ১১:২৪

হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৯, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার মধ্যরাতে গুরুতর শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সৃজিত হঠাৎই শ্বাসকষ্ট অনুভব করেন এবং সঙ্গে বুকে হালকা ব্যথা অনুভব করেন। রাত সাড়ে ১২টার দিকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছু টেস্ট করানো হয় এবং শনিবার রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। রিপোর্ট দেখে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, সৃজিতকে কতদিন হাসপাতালে থাকতে হবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আপাতত সৃজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি