উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এবার নিজের সুস্থতা নিশ্চিত করতে যাচ্ছেন সিঙ্গাপুরে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসা গ্রহণের জন্য দেশ ছাড়ছেন আগামী সোমবার, ৭ এপ্রিল।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। অবস্থা জটিল হয়ে ওঠার আগেই দ্রুত একটি রিং পরানো হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফেরেন তামিম। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন।
তবে পুরো শরীরের আরও বিস্তৃতভাবে স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রয়োজনীয়তা অনুভব করায় এবার তিনি যাচ্ছেন সিঙ্গাপুরে। যদিও শুরুতে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল, তবে পরিবারের সিদ্ধান্তে শেষ পর্যন্ত গন্তব্য পরিবর্তন করে সিঙ্গাপুর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তাঁর ভিসা ও বিমানের টিকিট নিশ্চিত করা হয়েছে।
সিঙ্গাপুরে গিয়ে তামিম একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন এবং সেখানে হার্টসহ পুরো শরীরের বিস্তারিত চেকআপ করাবেন বলে জানা গেছে। ভক্তরা প্রার্থনা করছেন, তামিম দ্রুত সুস্থ হয়ে যেন আগের মতো প্রাণবন্ত ও সক্রিয়ভাবে জীবনযাপন করতে পারেন।