শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:০৪

চলে গেলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৪, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
চলে গেলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার

চলে গেলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মনোজ কুমার আর নেই। শুক্রবার (৪ মার্চ) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মনোজ কুমার হার্টের সমস্যাসহ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। তার ছেলে কুনাল গোস্বামী জানিয়েছেন, তিনি শান্তিপূর্ণভাবে পৃথিবী ছেড়ে গেছেন। শনিবার দুপুর ১২টার দিকে পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

মনোজ কুমার ১৯৩৭ সালের ২৪ জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান পাকিস্তানের) অ্যাবোটাবাদে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার পরিবার দিল্লিতে চলে আসে। ১৯৫০ ও ৬০-এর দশকে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং দেশপ্রেমিক চরিত্রে অভিনয়ের জন্য ‘ভারত কুমার’ নামে পরিচিতি লাভ করেন।

তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বলিউডের অক্ষয় কুমার, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, পরিচালক অশোক পন্ডিতসহ অনেক তারকাই শোক জানিয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি