বিশ্ব চিকিৎসক দিবস আজ
আজ শনিবার (৩০ মার্চ) বিশ্ব চিকিৎসক দিবস। চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সুরক্ষায় ডাক্তার ও রোগীর সম্পর্কের গুরুত্ব তুলে ধরার জন্য এ দিবসটি পালন করা হয়।
১৯৩৩ সালে বিশ্ব চিকিৎসক দিবস প্রথমবারের মতো স্বীকৃতি পায়, যেখানে ডাক্তার ও রোগীর সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। পরে, ১৯৯০ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ (সিনিয়র) ৩০ মার্চকে জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালনের জন্য আইন পাস করেন।
বিভিন্ন দেশে ভিন্ন দিনে এ দিবস পালিত হয়। ভারতে ১ জুলাই কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের স্মরণে দিনটি পালিত হয়। স্পেন, কিউবা ও আর্জেন্টিনায় ৩ ডিসেম্বর, ইরানে ২৩ আগস্ট এবং বাংলাদেশে ২৪ অক্টোবর জাতীয় চিকিৎসক দিবস হিসেবে উদযাপিত হয়।
যুক্তরাষ্ট্রে ১৮৪২ সালের ৩০ মার্চ শল্য চিকিৎসায় প্রথম ইথার অ্যানেস্থেসিয়া ব্যবহার করেছিলেন ডা. ক্রফোর্ড ডব্লিউ লং। সেই স্মরণীয় ঘটনাকে কেন্দ্র করেই তারা এই দিনটি ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেছে নেয়। এ দিনে ডাক্তারদের সংবর্ধনা, উপহার ও কার্ড দিয়ে সম্মান জানানো হয়।