ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, চলতি বছর ৫৭২ জনের মৃত্যু
চলতি বছর ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫৭২ জনে। একদিনে ১৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ১৬ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনে ৪৩ জন এবং ঢাকার বাইরের অন্যান্য অঞ্চলে ১০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৯৯ হাজার ৭৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, এবং মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন, যা ছিল দেশের ইতিহাসে ডেঙ্গু সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু।
২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর সংক্রমণ অনেকটাই কমে যায়। ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ ও ২৮১ জন মারা যান।