রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫২

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত: বিক্রম মিশ্রি

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৩, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত: বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে মিশ্রি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভরশীল নয়। ভারত সবসময় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে থাকে।

বৈঠকে তিনি আরও বলেন, শেখ হাসিনা তার বক্তব্য প্রচারের জন্য ‘ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম’ ব্যবহার করছেন এবং ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করেনি। ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, যা ভারতের ঐতিহ্যবাহী নীতির অংশ।

বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ নিয়ে ভারত উদ্বিগ্ন। তবে সাম্প্রতিক ঘটনায় ৮৮ জনকে গ্রেপ্তার করা একটি ইতিবাচক পদক্ষেপ।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তি এবং তাদের ভারতবিরোধী বক্তব্য ভারত সরকারের জন্য উদ্বেগের বিষয়। পাশাপাশি বাংলাদেশ সরকার ভারতের গণমাধ্যমে প্রচারিত ‘ভুল তথ্য প্রচার’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

মিশ্রি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বাণিজ্য ও সংযোগ অংশীদার হিসেবে উল্লেখ করেন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রেলপথ, সড়কপথ এবং অভ্যন্তরীণ জলপথে সংযোগ স্থাপন হয়েছে। তবে যাত্রীবাহী রেল পরিষেবা এখনও স্থগিত রয়েছে।

ঢাকা সফরে মিশ্রি পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করেন। বৈঠকে ইসকন ভক্তদের গ্রেপ্তার প্রসঙ্গে কোনো মন্তব্য না করায় এটি নিয়েও আলোচনা সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ