শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| বিকাল ৩:২৪

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার রাতে একটি বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে পাঠানো হয়। বিমানটি ভারতের অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি, ৬৫ জন, পাঞ্জাবের বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এটি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর দ্বিতীয় দফার ঘটনা। এর আগেও শতাধিক ভারতীয়কে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত পাঠানো হয়েছিল, তখন তাদের হাতকড়া ও শিকলে বেঁধে আনার অভিযোগ উঠেছিল, যা ভারতে বিতর্কের সৃষ্টি করেছিল। তবে এবারের ফেরত পাঠানোর ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন মাত্র দুই দিন আগেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ট্রিবিউন পত্রিকা জানিয়েছে, প্রথমে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমানে ১১৯ জনকে ফেরত পাঠানোর কথা থাকলেও, শেষ মুহূর্তে ১১৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়। এদের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, দুইজন করে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং একজন করে হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে অধিকাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বিমানবন্দরে তাদের পরিবারের সদস্যরা ভিড় জমায়, অনেকে কান্নায় ভেঙে পড়েন। কড়া নিরাপত্তার মধ্যে অভিবাসীদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

গত সপ্তাহেও যুক্তরাষ্ট্র থেকে ১০৪ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল। তখনও একই মডেলের সি-১৭ কার্গো বিমানে করে তাদের দেশে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী মোদির যুক্তরাষ্ট্র সফরের পরপরই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটলো। নির্বাচনের আগে থেকেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিলেন এবং ক্ষমতায় এসেই তা বাস্তবায়ন শুরু করেন। এখন পর্যন্ত ২২০ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, চলতি সপ্তাহেই আরও একটি বিশেষ ফ্লাইটে তৃতীয় দফায় ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এই ফ্লাইটে কতজন থাকবেন এবং কোন রাজ্যের কতজন নাগরিক আছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকলে বেঁধে ফেরত পাঠানোর ঘটনায় ভারতে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে ব্যাখ্যা দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুসারেই অবৈধ অভিবাসীদের হাতকড়া ও শিকল পরানো হয়।”

এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হলো, এবং একই দিনে নিজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদিও।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৮ লাখ ভারতীয় অভিবাসী রয়েছেন, যার মধ্যে ২০ হাজার অবৈধ। ট্রাম্প প্রশাসন তাদের সবাইকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও ৮০০ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানো হতে পারে বলে জানা গেছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এই ঘটনায় কীভাবে প্রভাবিত হয়, তা এখন দেখার বিষয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত