শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:১৮

ইআরএফের সুপারিশ: বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হোক

প্রতিবেদক
staffreporter
মার্চ ২৫, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
ইআরএফের সুপারিশ: বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হোক

ইআরএফের সুপারিশ: বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হোক

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে। তারা করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছে। এছাড়া, একক ভ্যাট হার ৭ শতাংশে নির্ধারণের প্রস্তাবও দিয়েছে ইআরএফ।

সোমবার (২৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনা সভায় ইআরএফ নেতারা বাজেটের বিষয়ে ৩৭টি প্রস্তাব তুলে ধরেন। এই প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ছিল, ব্যাংকে টাকা রাখায় আবগারি শুল্কে ছাড় দেওয়া। বর্তমানে ব্যাংক মুনাফার ওপর ১০-১৫ শতাংশ কর কাটে এবং জমার ভিত্তিতে আবগারি শুল্কও নেওয়া হয়। ইআরএফ এর প্রস্তাব, ৫-১০ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক প্রত্যাহার এবং মুনাফার ওপর কর কমানো।

ইআরএফ আরও প্রস্তাব করেছে, বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখা হোক। তাদের মতে, সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমসহ বিভিন্ন খাতের করহার কমিয়ে আনা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা ও চিকিৎসা উপকরণের ওপর কর ৫ শতাংশে সীমিত রাখার প্রস্তাবও রাখা হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি