শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫| রাত ৩:৫০

আওয়ামী লীগের ফেরা ঠেকাতে পারে ‘জুলাই ঐক্য’: মাহফুজ আলম

প্রতিবেদক
staffreporter
মার্চ ২২, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
আওয়ামী লীগের ফেরা ঠেকাতে পারে ‘জুলাই ঐক্য’: মাহফুজ আলম

আওয়ামী লীগের ফেরা ঠেকাতে পারে ‘জুলাই ঐক্য’: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্র-জনতার ‘জুলাই ঐক্য’ই পারে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকিয়ে দিতে। তিনি অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।

মাহফুজ আলম তার পোস্টে বলেন, “বিভিন্ন উপদেষ্টার পক্ষ-বিপক্ষ তৈরি করা হলো কেন? কাদের পদত্যাগ চাওয়া হলো? কাকে ইসলামবিদ্বেষী বা নাস্তিক বানানো হলো? কেনইবা এমন করা হলো?” তার মতে, এর পেছনে ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্র এখনো চলছে। তবে তিনি মনে করেন, এখনো বিচার ও সংস্কারের মাধ্যমে পরিস্থিতি বদলানো সম্ভব।

তিনি আহ্বান জানান, “শহীদ ও আহতদের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। এখনো দেরি হয়ে যায়নি! শুধরে নেওয়ার সুযোগ এখনো আছে! আওয়ামী লীগের বিরুদ্ধে ‘জুলাই ঐক্য’ গড়ে তোলারও সুযোগ আছে।”

মাহফুজ আলম স্পষ্ট করে বলেন, “ছাত্ররা আবার এক হোক। আমাদের প্রজন্মের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে সবাইকে জবাবদিহি ও সুবিচারের রাষ্ট্র গঠনে এক হতে হবে।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হলে পুরোনো বন্দোবস্তের সব কলকবজা বিকল করেই এগোতে হবে, না হলে কিছুই টিকবে না।”

তার মতে, ‘জুলাই প্রজন্মের’ একটি অংশ এস্টাবলিশমেন্টের ফাঁদে পড়েছে এবং বিভিন্ন শ্রেণির ন্যায্য ক্ষোভকে একে অপরের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। “আমাদের নিজেদের পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, যাতে এস্টাবলিশমেন্ট অক্ষত থাকে।”

তবে তিনি আশা প্রকাশ করেন, “আমাদের প্রজন্মের আবেগকে আওয়ামী লীগবিরোধী আন্দোলন, বিচার ও সংস্কারের জন্য কাজে লাগানো উচিত। এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে পাল্টা সেটেলমেন্ট গড়তে হবে।”

তার পোস্টের শেষে মাহফুজ আলম বলেন, “জুলাই প্রজন্ম জিন্দাবাদ! ছাত্র-জনতার জুলাই ঐক্য জিন্দাবাদ!”

তার এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সরাসরি ছাত্রদের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি