মালয়েশিয়ায় প্রবেশের সময় ৫১ বাংলাদেশি আটক
ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
শুক্রবার (২১ মার্চ) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, কেএলআইএ টার্মিনাল ১-এ সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় ৫১ বাংলাদেশিকে আটক করা হয়। পরিদর্শনের সময় তাদের কাছে পাওয়া হোটেল বুকিং এবং অন্যান্য নথি ভুয়া বলে প্রমাণিত হয়।
একেপিএস জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) বিমানবন্দরে আগমন হলে ৬৭ জন ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ৫১ জন পর্যটন ভিসায় এসে মালয়েশিয়ায় কাজ করার পরিকল্পনার কথা স্বীকার করেন। এমনকি একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন।
মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী, পর্যটন ভিসায় এসে কাজ করা অবৈধ। আটক ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।