বাংলাদেশে চিকিৎসকদের পদোন্নতির জন্য সাত হাজার সুপারনিউমেরারি পদ সৃষ্টি প্রক্রিয়াধীন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সর্বস্তরের চিকিৎসকদের পদোন্নতির জন্য কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো সাত হাজার সুপারনিউমেরারি পদ সৃষ্টি প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার (১৭ মার্চ) জাতীয় সংসদের এলডি হল মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এসব তথ্য দেন।
স্বাস্থ্য মহাপরিচালক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তর সর্বস্তরের চিকিৎসকদের পদোন্নতির জন্য কাজ করে যাচ্ছে। সাত হাজার সুপারনিউমেরারি পদ সৃষ্টি প্রক্রিয়াধীন, যার এক তৃতীয়াংশ ইতিমধ্যে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। বাকি এক তৃতীয়াংশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে এবং কিছু সময়ের মধ্যে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও জানান, ৫২টি বিষয়ের এসএসবির জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে রয়েছে।
তিনি বলেন, “স্বাস্থ্য ক্যাডার অন্যান্য ক্যাডারের মতো স্টেট ফরওয়ার্ড নয়। আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনসহ অনেক কিছু প্রয়োজন রয়েছে, এবং সেসব অ্যাডহক চিকিৎসকদের নিয়েও মন্ত্রণালয়ে আলোচনা চলছে।”
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।