রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:৫৬

ইতিহাসের এই দিনে (২ ডিসেম্বর, ২০২৪)

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে (২ ডিসেম্বর, ২০২৪)

ঘটনাবলী

  • ১৮০৪: নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
  • ১৮৫৯: আমেরিকার দাস বিদ্রোহী জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
  • ১৯৪২: শিকাগোতে বিশ্বের প্রথম আণবিক চুল্লি চালু হয়।
  • ১৯৫৬: ফিদেল কাস্ট্রো কিউবার স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।
  • ১৯৭১: পাকবাহিনীর হামলায় ঢাকার রামপুরা ও মালিবাগের বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়।
  • ১৯৭১: সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৮২: বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়।
  • ১৯৮৪: ভূপালে বিষগ্যাস দুর্ঘটনায় ৩,০০০ জন নিহত এবং ৫০,০০০ জন ক্ষতিগ্রস্ত হয়।
  • ১৯৯৭: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম

  • ১৮৫৯: জর্জ সেউরাট, বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী।
  • ১৮৮৮: ক্ষিতিমোহন সেন, বাঙালি গবেষক ও সংগ্রাহক।
  • ১৯২১: কামরুল হাসান, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী।
  • ১৯৬০: সুবর্ণা মুস্তাফা, খ্যাতিমান বাংলাদেশি অভিনেত্রী ও সাংসদ।
  • ১৯৮১: ব্রিটনি স্পিয়ার্স, জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী।

মৃত্যু

  • ১৮৮১: জেনি মার্কস, কার্ল মার্কসের সহধর্মিণী।
  • ১৯১৮: গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য।
  • ১৯৯১: বিমল মিত্র, বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক।
  • ১৯৯৭: লুইস ফেদেরিকো লেলইর, নোবেলজয়ী আর্জেন্টিনীয় চিকিৎসক।

দিবস

  • আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস।
  • অসম দিবস (সিউ-কা-ফা দিবস)।
মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ