নতুন পণ্য আনছে অ্যাপল, প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল তুঙ্গে
আইফোন ১৬ উন্মোচনের মাত্র দুই সপ্তাহ পরই নতুন আরেকটি পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে অ্যাপলের সিইও টিম কুকের এক্স (সাবেক টুইটার) পোস্ট প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ‘দেয়ার ইস সামথিং ইন দ্য এয়ার’ ক্যাপশনযুক্ত একটি ভিডিও প্রকাশের পর থেকেই প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এটি নতুন ম্যাকবুক এয়ার বা আইপ্যাড এয়ার হতে পারে।
বিশ্লেষকদের মতে, অ্যাপল এবার এম৪ চিপযুক্ত ম্যাকবুক এয়ার উন্মোচন করতে পারে। গত বছর ১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ার বাজারে আনার পর এবার প্রতিষ্ঠানটি ১৩ ও ১৫ ইঞ্চি সংস্করণ আনতে পারে। ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন ম্যাকবুক এয়ারে আরও উন্নত ব্যাটারি, ন্যানো-টেক্সচার ডিসপ্লে এবং ১৬ থেকে ৩২ গিগাবাইট র্যাম থাকতে পারে, যা অ্যাপল ইন্টেলিজেন্সকে আরও দক্ষভাবে পরিচালনা করবে।
অন্যদিকে, ব্লুমবার্গের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ইতোমধ্যে পুরোনো মডেলের আইপ্যাড এয়ারের স্টক কমাতে শুরু করেছে, যা সাধারণত নতুন সংস্করণ উন্মোচনের আগে করা হয়। তাই চলতি বছর নতুন আইপ্যাড এয়ার আসার সম্ভাবনাও প্রবল।
যে ডিভাইসই আসুক না কেন, প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল নতুন ম্যাকবুক এয়ার ও আইপ্যাড এয়ার—উভয়ই বাজারে আনতে পারে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই নিশ্চিতভাবে জানা যাবে অ্যাপলের পরবর্তী চমকের বিস্তারিত।