অমিতাভ বচ্চনের বয়সের চ্যালেঞ্জ ও কাজের প্রতি নিষ্ঠা
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও কাজের প্রতি তার নিষ্ঠা এখনও অটুট। ১৯৭০-এর দশকে ‘রাগী যুবক’ হিসেবে বলিউডে খ্যাতি পাওয়া এই তারকা বর্তমানে ৮২ বছর বয়সেও নিজের অভিনয়ের মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
সম্প্রতি এক ব্লগে তিনি স্বীকার করেছেন যে বয়সের কারণে চিত্রনাট্যের সংলাপ মনে রাখতে সমস্যা হয়। এজন্য মাঝরাতে পরিচালকদের ফোন করে দৃশ্যগুলোর সম্পাদনার জন্য দ্বিতীয় সুযোগ চান তিনি। তার মতে, কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ আসে এবং কোন কাজ গ্রহণ বা প্রত্যাখ্যান করা উচিত তা নিয়ে সিদ্ধান্ত নিতে হয়।
অমিতাভ লিখেছেন, ‘বাড়ি ফিরে বুঝতে পারি কতগুলো ভুল করেছি এবং কীভাবে সেগুলো সংশোধন করা যায়। অনেক সময় পরিচালকদের রাতের বেলা ফোন করে সংশোধনের সুযোগ চেয়েছি।’
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে জীবনের অনেক কিছু বদলে যায়, কিন্তু জীবন কখনও থেমে থাকে না। একজন অভিনেতার পারফরম্যান্সই দর্শকদের মনে জায়গা করে দেয়। তাই কাজের প্রতি তার দায়বদ্ধতা এখনও অটুট।