সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:০৮

হোয়াটসঅ্যাপে নতুন পেমেন্ট ও অডিও ট্রান্সলেশন ফিচার

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপে নতুন পেমেন্ট ও অডিও ট্রান্সলেশন ফিচার

হোয়াটসঅ্যাপে নতুন পেমেন্ট ও অডিও ট্রান্সলেশন ফিচার

প্রযুক্তির উন্নতির ফলে এখন আর লেনদেনের জন্য ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না। অধিকাংশ মানুষ অনলাইনে লেনদেন করেন, আর সেই সুবিধাকে আরও উন্নত করতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে পেমেন্ট সংক্রান্ত বড় পরিবর্তন আসছে, যা গুগল পে ও ফোন পে-এর মতো পরিষেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। নতুন ফিচারটির নাম ‘ইউপিআই লাইট’, যা ছোটখাটো লেনদেন আরও সহজ করে তুলবে। এতে টাকা পাঠানোর জন্য আর পিন প্রয়োজন হবে না, ফলে দ্রুত লেনদেন সম্ভব হবে। পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে এবং শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত হবে।

এছাড়াও অডিও মেসেজ ট্রান্সলেশন নামে আরও একটি ফিচার আসছে। পরীক্ষামূলকভাবে চালুর পর এবার এটি সবাই ব্যবহার করতে পারবেন। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে এই ফিচার অডিও মেসেজকে লিখিত টেক্সটে রূপান্তর করবে। শুধু ইংরেজি নয়, অন্যান্য ভাষাতেও এটি কাজ করবে।

এই নতুন আপডেটগুলোর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লেনদেন ও যোগাযোগ আরও সহজ হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ