মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| রাত ১২:৪৮

স্ত্রীর জন্য গান উৎসর্গ করে বিপাকে নাগা চৈতন্য!

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
স্ত্রীর জন্য গান উৎসর্গ করে বিপাকে নাগা চৈতন্য!

স্ত্রীর জন্য গান উৎসর্গ করে বিপাকে নাগা চৈতন্য!

দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে সংসার করছেন অভিনেতা নাগা চৈতন্য। সুখেই চলছিল তাদের দাম্পত্য জীবন, তবে হঠাৎ করেই বাঁধলো সমস্যা! স্ত্রীর জন্য একটি গান উৎসর্গ করায় শোভিতার রাগের মুখে পড়েছেন নাগা।

বলিউড অভিনেত্রী সামান্থা রুথের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গত বছরের ডিসেম্বরে শোভিতার সঙ্গে ঘর বাঁধেন নাগা চৈতন্য। বিয়ের পর থেকেই তিনি শোভিতার প্রশংসায় মুগ্ধ ছিলেন এবং তাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেও উল্লেখ করেছেন।

তবে এতকিছুর পরও নাগার এক কাজ মন থেকে মেনে নিতে পারেননি শোভিতা। তার মতে, এটি নাগার বড় ভুল!

কেন চটেছেন শোভিতা?

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নাগা চৈতন্যের সিনেমা ‘থান্ডেল’। এই সিনেমার একটি গানের নাম ‘বুজ্জি থালি’, যা শুনেই চটে যান শোভিতা। কারণ, বাড়িতে শোভিতাকে ভালোবেসে ‘বুজ্জি থালি’ বলে ডাকেন নাগা, যা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় ছিল।

গানটি প্রকাশের পর শোভিতা প্রশ্ন তোলেন, যে নামটা কেবল তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, তা কেন জনসমক্ষে নিয়ে এলেন নাগা? যদিও পরে স্ত্রীর অভিমান ভাঙাতে সক্ষম হয়েছেন তিনি।

এর আগে ‘থান্ডেল’ ছবির প্রিমিয়ারে নাগা বলেছিলেন, “আমি ‘বুজ্জি থালি’ গানটি শোভিতাকে উৎসর্গ করব, কারণ আমি তাকে বাড়িতে এই নামে ডাকি।” পরে অবশ্য তিনি গানটিতে স্ত্রীর ডাকনাম ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ