শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, আজ গণশুনানি
শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা ও ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে আজ ২৬ ফেব্রুয়ারি রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রোবাংলা। এরপর তিতাস গ্যাসসহ ছয়টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহকদের জন্য দাম বৃদ্ধির আবেদন করে। তাদের প্রস্তাবে শিল্প কারখানায় গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৭৫.৭২ টাকা এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৫০ টাকা থেকে ৭৫.৭২ টাকা করার সুপারিশ করা হয়েছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এলএনজি আমদানির ব্যয় মেটাতে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে দেশে ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার অর্ধেক দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসে, আর ২৫ শতাংশ এলএনজি আমদানি করতে হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির আমদানি মূল্য ৬৫.৭০ টাকা, যা ভ্যাট ও অন্যান্য চার্জসহ ৭৫.৭২ টাকা হয়। দেশীয় গ্যাস সরবরাহের পরিমাণ কমতে থাকায় শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়ছে, যা মেটাতে আমদানির পরিমাণ আরও বাড়াতে হবে।
বিইআরসি ইতোমধ্যে বিতরণ কোম্পানিগুলোর কাছে মতামত চেয়ে চিঠি দিয়েছে। বর্তমানে কারিগরি মূল্যায়ন কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করছে।