সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৯:২৮

মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি ইলিয়াস হোসেনের

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি ইলিয়াস হোসেনের

মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি ইলিয়াস হোসেনের

আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, “মুশফিকুল ফজল আনসারীকে আমরা রাষ্ট্রদূত হিসেবে চাই না। তাকে মেক্সিকোসহ উত্তর আমেরিকার সাতটি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এটা তার জন্য সম্মানের, তবুও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে তার যে শূন্যতা সেটা মোদির সফরে আমরা হারে হারে টের পেয়েছি।” তিনি আরও বলেন, “আমি মনে করি, যুক্তরাষ্ট্রের সাংবাদিক, ব্যবসায়ী, বিচার বিভাগসহ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা রয়েছে, তা সরকারের কাজে লাগানো উচিত। যদি তাকে সরকারে রাখা হয়, তবে তাকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি রাখি।”

মুশফিকুল ফজল আনসারী সম্প্রতি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগ দিয়েছেন। ২৭ জানুয়ারি তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রথম কর্মদিবসে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, “নতুন কর্মস্থলের প্রথম দিন।”

এর আগে মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে “জাস্ট নিউজ বিডি ডটকম” নামক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদনা করেছেন এবং জাতিসংঘের সদরদপ্তর ও হোয়াইট হাউজে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে নানা প্রশ্ন তুলতেন।

সাংবাদিকতা জীবনে সাহসী ভূমিকার জন্য মুশফিকুল ফজল আনসারী ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ