বিস্কুট ও কেকের ভ্যাট কমালো সরকার
২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সরকার বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক বাড়ায়, যার মধ্যে বিস্কুট ও কেকও ছিল। আগে এই পণ্যগুলোর ওপর ৫ শতাংশ ভ্যাট থাকলেও তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত ভ্যাট আরোপের কারণে ব্যাপক সমালোচনা হয়।
এবার সরকার সেই বাড়তি ভ্যাট কমিয়ে এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিস্কুট ও কেকের ওপর ১৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ ভ্যাট বসবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া, যেসব কেকের প্রতি কেজির মূল্য ৩০০ টাকার বেশি, সেগুলোর ক্ষেত্রেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।
মন্তব্য করুন