রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৭

আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৯, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে গড়তে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। তিনি জানান, তার দল সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চায়।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে এবং ক্ষমতায় গেলে বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, যার ফলে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গ্রাম পর্যায়ে জনসংখ্যা অনুপাতে দুই থেকে তিন জন করে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য প্রশিক্ষিত পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে। এছাড়া, স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতন করতে BNP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, তার দল ক্ষমতায় গেলে সারা দেশে ৭০ হাজার নারী পল্লী চিকিৎসকসহ মোট এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশে জনসংখ্যা ২০ কোটির কম নয়, এমনটাই তার ধারণা। তিনি ক্ষমতায় গেলে স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেন, যাতে দেশে বেকারত্বের কোনো সমস্যা না থাকে।

এ সময় তিনি উল্লেখ করেন, সরকার গঠন করতে পারলে গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রীয় চাকরি ব্যবস্থা করা হবে।

কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফারজানা সারমিন পিতুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ রংপুর বিভাগের ৮ জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আরও একটি মামলায় খালাস পেলেন তারেক রহমান, বিএনপির আনন্দমিছিল

অবৈধভাবে বসবাসের অভিযোগে পাকিস্তানে ভারতীয় নাগরিক আটক

আজকের খেলা (১১ ডিসেম্বর, ২০২৪)

সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে ছবি ভাইরাল, দুঃখ প্রকাশ করেছে বিএসএফ

সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে ছবি ভাইরাল, দুঃখ প্রকাশ করেছে বিএসএফ

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন - বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনঃ বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

সর্বোচ্চ নিরাপত্তাসনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

সর্বোচ্চ নিরাপত্তাসনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

ইসলামী দলগুলোর সমর্থন পেতে বিএনপি ও জামায়াতের নতুন পদক্ষেপ

ইসলামী দলগুলোর সমর্থন পেতে বিএনপি ও জামায়াতের নতুন পদক্ষেপ

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ( মুনা )

মুনার নিউইয়র্ক সাউথ জোনের উদ্যোগে দিনব্যাপী লিডারশিপ এডুকেশন সেশন ২০২৫ সম্পন্ন।

মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সেনাসহ জেনারেল আটক

মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের পরিকল্পনা করেছিল ভারত

মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের পরিকল্পনা করেছিল ভারত