শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:৫৪

এআই নিয়ে মোদি’র কল্পনাপ্রসূত উদ্ভট দাবি, বিশ্বব্যাপী ট্রোল

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
এআই নিয়ে মোদি'র কল্পনাপ্রসূত উদ্ভট দাবি, বিশ্বব্যাপী ট্রোল

এআই নিয়ে মোদি’র কল্পনাপ্রসূত উদ্ভট দাবি, বিশ্বব্যাপী ট্রোল

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের কসাইখ্যাত মোদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পর্কে এক কল্পনাপ্রসূত এবং হাস্যকর দাবি করেছেন। তিনি দাবি করেছেন, এআই দিয়ে কোনো ছবি আঁকতে গেলে, কমান্ডে বাম হাতে কাউকে লিখিত অবস্থায় ছবি জেনারেট করতে বললে, এআই ডান হাতে ছবি জেনারেট করে! মোদির এই উদ্ভট মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী ট্রলের শিকার হয়েছেন তিনি।

আসলে মোদির এই দাবি সম্পূর্ণ কল্পনা ও ভুয়া। এআই কখনোই কমান্ডের উল্টো কাজ করে না। বরং, এটি প্রযুক্তি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার কারণেই মোদি এ ধরনের আজগুবি দাবি করেছেন বলে মনে করা হচ্ছে। ভারতের পূজা শার্মা নামের এক ফেসবুক ব্যবহারকারী এ বিষয়ে মন্তব্য করেছেন, “মোদীজি মনে করেছেন, এটি তার রাজনীতির ময়দান। যা বলবেন, জনতা তাই মেনে নেবে।”

এআই নিয়ে এই মন্তব্যটি করার পর মোদি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত একটি সামিটে যোগ দেন, যেখানে তিনি আরও উদ্ভট কর্মকাণ্ডের জন্য ট্রোল হন। এই সামিটে বিশ্বের প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন, কিন্তু মোদির আচরণ ব্যাপক আলোচিত হয়।

এছাড়া, এই সামিটে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বিশ্বনেতাদের সাথে কুশল বিনিময় ও করমর্দন করলেও, মোদিকে কোনো সম্মান দেখাননি। এমনকি, যখন অন্যান্যদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন দুইবার হাত বাড়িয়ে দেন মোদি, কিন্তু ম্যাকরন যেন তাকে দেখেই না দেখলেন। এটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং মোদি ফের ট্রলের শিকার হয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি