জমি দখল চেষ্টার অভিযোগ নায়িকা পপির বিরুদ্ধে, বোনের জিডি
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ তুলেছেন তার বোন ফিরোজা পারভীন। গত সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় এই অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা।
জিডি সূত্রে জানা যায়, পপি তার স্বামী আদনান উদ্দিন কামালসহ ২০-২৫ জনকে নিয়ে সোমবার দুপুরের দিকে সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় তাদের পৈতৃক জমি দখল করার চেষ্টা করেন। বাধা দেওয়ার পর, ফিরোজাসহ অন্যান্যদের হুমকি দেন পপি ও তার স্বামী।
ফিরোজা, যিনি পপির মেজ বোন, দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা ৪ বোন ও ২ ভাই। পপি সবার বড়। ২০০৭ সাল থেকে তিনি আমাদের পৈতৃক জমি দখল করার চেষ্টা করছেন। বাবার জীবিত থাকা অবস্থায় তিনি অনেক কিছু জোর করে লিখে নিয়েছেন।” তিনি আরও বলেন, “২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি বাবার মৃত্যু পর, পপি জমি দখলের জন্য আরও মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন সময় তিনি ও তার স্বামী আমাদের হয়রানি করছেন। ভুয়া জমির দলিল তৈরি, বিদ্যুৎ-পানির লাইন তাদের নামে করে আনাসহ নানা ধরনের হুমকি দিয়ে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছেন।”
ফিরোজা আরও অভিযোগ করেন, অভিনেতা জায়েদ খান ও সাজু এই দখল প্রক্রিয়ায় পপির সাথে যুক্ত। তিনি বলেন, “আমাদের জমি মাত্র ছয় কাঠার মতো, যদি পপি এটাও দখল করে নেয়, তাহলে আমরা কোথায় যাব?”
তার অভিযোগ, পপি ও তার স্বামী তাদেরকে হত্যারও হুমকি দিয়েছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “গতকাল ফিরোজা পারভীন এসে পপি ও তার স্বামীসহ কয়েকজনের নামে জিডি করেছেন।”
এ বিষয়ে পপির সাথে যোগাযোগ করতে চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি। জায়েদ খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।