সোমবার, ১০ই মার্চ, ২০২৫| বিকাল ৫:৩২

জেনিনে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: শতাধিক ভবন গুঁড়িয়ে, হাজারো ফিলিস্তিনি উচ্ছেদ!

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
জেনিনে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: শতাধিক ভবন গুঁড়িয়ে, হাজারো ফিলিস্তিনি উচ্ছেদ!

জেনিনে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: শতাধিক ভবন গুঁড়িয়ে, হাজারো ফিলিস্তিনি উচ্ছেদ!

গাজা উপত্যকার ভয়াবহ গণহত্যার রেশ না কাটতেই এবার পশ্চিম তীরের জেনিন শহরে নতুন করে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রোববারের এই অভিযানে শতাধিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং জেনিন শরণার্থী শিবির ও আল-হাদাফ এলাকার প্রায় ১৫ হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইসরায়েল কাতজের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবিরের পূর্ব পাশে অন্তত ২০টি ভবন একযোগে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারি হাসপাতালের পরিচালক ডা. উইসাম বাকর জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসা কার্যক্রম ব্যাহত করছে।

গত দুই সপ্তাহ ধরে চলমান জেনিন অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। রোববার শরণার্থী শিবিরের প্রবেশমুখে ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত হন ওয়ালিদ আল-লাহলুহ। এছাড়া আল-জাব্রিয়াতে এক ফিলিস্তিনির ঊরুতে গুলি করা হয়। এর আগের দিন, শনিবার পূর্ব জেনিন ও কাবাতিয়া শহরের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হন।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ