খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পৌঁছায়।
চিঠিতে ৩১ জানুয়ারি তারিখে লেখা এক বার্তায় শেহবাজ শরীফ বলেন, “আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং দ্রুত সুস্থতা দান করুন।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, বিএনপি চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের প্রতি সংহতি প্রকাশ করছে পাকিস্তান।
চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করে শেহবাজ শরীফ লেখেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি এক বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা।”
চিঠিটি প্রকাশের পর তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করলেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা বার্তাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।