রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৬

আল-আজহারে নিজের ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরলেন প্রফেসর ইউনূস

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

আল-আজহারে নিজের ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরলেন প্রফেসর ইউনূস

মিসরের কায়রোর বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, চ্যালেঞ্জ নেওয়া এবং সফলতার জন্য নিরলস পরিশ্রম করার আহ্বান জানান।

বৃহস্পতিবারের বক্তব্যে তিনি তাঁর উদ্ভাবিত ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরেন, যা শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্বের ওপর গুরুত্বারোপ করে।

তিনি জানান, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোন প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি সফল হয়েছেন। সমাজ পরিবর্তনে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদেরও এ পথ অনুসরণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. সালামা দাউদ ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুক্রবার (২০ ডিসেম্বর) তিনি ঢাকায় ফিরে আসেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ