রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৮

পাসপোর্ট ইস্যুতে প্রবাসীদের সুসংবাদ দিলেন আইন উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১২, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

পাসপোর্ট ইস্যুতে প্রবাসীদের সুসংবাদ দিলেন আইন উপদেষ্টা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পেতে শুরু করবেন।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।

প্রবাসীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। তবে ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পেতে শুরু করবেন। যারা আবেদন করেছেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা পাসপোর্ট হাতে পাবেন।”

সৌদি আরব এবং মালয়েশিয়ার প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, “প্রথম প্রয়োরিটি দেওয়া হবে সৌদি আরব এবং মালয়েশিয়াকে। এরপর অন্যান্য দেশের প্রবাসীদের ক্ষেত্রে চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় অগ্রাধিকার দিয়ে সমস্যার সমাধান করা হবে। আশা করা হচ্ছে, আগামী দুই-তিন বছরের মধ্যে এই সমস্যা আর থাকবে না।”

পাসপোর্ট জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে আসিফ নজরুল উল্লেখ করেন, “এই সমস্যার সৃষ্টি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়। তখন তৎকালীন মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটি অনিয়মতান্ত্রিকভাবে একটি পরিচিত কোম্পানিকে দিতে চেয়েছিলেন। এতে প্রক্রিয়ায় দেড় বছরের বেশি সময় নষ্ট হয়। আমরা দ্রুততম পদ্ধতিতে সমস্যার সমাধানের চেষ্টা করেছি। এজন্য আপনাদের অনেক কষ্ট হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ, ১৫ ডিসেম্বর থেকে সমস্যার সমাধান শুরু হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও সব আসামি খালাস

কোহলিকে বাঁচিয়ে দিয়েছে আইসিসি, এই শাস্তি কিছুই নয়

কোহলিকে বাঁচিয়ে দিয়েছে আইসিসি, এই শাস্তি কিছুই নয়

যুক্তরাষ্ট্রে আইএসের পতাকা উড়িয়ে গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে হামলা, নিহত বেড়ে ১৫

যুক্তরাষ্ট্রে আইএসের পতাকা উড়িয়ে গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে হামলা, নিহত বেড়ে ১৫

আজকের মুদ্রার হার (২ ফেব্রুয়ারি, ২০২৫)

আজকের মূদ্রার হার (২৩ ডিসেম্বর, ২০২৪)

সাইবার প্রতারণায় ‘ডিজিটাল অ্যারেস্ট’: ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের পদক্ষেপ

২০২৬ সালে ডব্লিউএইচও ছাড়বে যুক্তরাষ্ট্র: জাতিসংঘের ঘোষণা

২০২৬ সালে ডব্লিউএইচও ছাড়বে যুক্তরাষ্ট্র: জাতিসংঘের ঘোষণা

ফ্ল্যাশলাইট দিবস: অন্ধকারে আলোর উদ্ভাবনকে স্মরণ

পুষ্পা টু: দ্য রুল’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস সৃষ্টি

হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য : তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য : তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি