শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সন্ধ্যা ৭:১২

সহায়তা বন্ধের পর এবার নিশানায় ইউএসএইডের ৬০ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৮, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
সহায়তা বন্ধের পর এবার নিশানায় ইউএসএইডের ৬০ ঊর্ধ্বতন কর্মকর্তা

সহায়তা বন্ধের পর এবার নিশানায় ইউএসএইডের ৬০ ঊর্ধ্বতন কর্মকর্তা

নির্বাচনী প্রচারণা থেকেই ট্রাম্প ঘোষণা করেছিলেন “আমেরিকা ফার্স্ট” নীতির ওপর জোর দেবেন। আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তিনি। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের মাধ্যমে বিভিন্ন দেশকে যে আর্থিক সাহায্য দেওয়া হতো, তা বন্ধ করার পর এবার সংস্থাটির ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইউএসএইডের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার সন্ধ্যায় ইউএসএইড কর্মীদের উদ্দেশে পাঠানো একটি অভ্যন্তরীণ মেমোতে জানানো হয়, সংস্থার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করার জন্য কর্মকর্তাদের বেতনসহ প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। মেমোতে ইউএসএইডের ভারপ্রাপ্ত প্রশাসক জেসন গ্রে জানান, প্রেসিডেন্টের নির্বাহী আদেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যক্রম চিহ্নিত করাই এই সিদ্ধান্তের মূল কারণ।

বিশ্বজুড়ে মার্কিন আর্থিক সহায়তা স্থগিত রাখার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়ে দেন, ইসরায়েল ও মিসর ছাড়া অন্য কোনো দেশকে আপাতত সাহায্য দেওয়া যাবে না। আগামী ৮৫ দিনের মধ্যে সহায়তা নীতিমালা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত পাঁচ দশকে বাংলাদেশসহ বিভিন্ন দেশকে ইউএসএইড জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, এবং খাদ্য নিরাপত্তাসহ নানা খাতে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে এই সহযোগিতা অনিশ্চয়তার মুখে পড়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
এবার ভারত সরকারের বিরুদ্ধে আদালতে ইলন মাস্কের এক্স

এবার ভারত সরকারের বিরুদ্ধে আদালতে ইলন মাস্কের এক্স

উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়, প্রশ্ন রিজভীর

উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়, প্রশ্ন রিজভীর

ওয়াজ করতে গিয়ে পেছনের দরজা দিয়ে পালালেন তাহেরি

আজকের মুদ্রার হার (১৯ এপ্রিল, ২০২৫)

আজকের মুদ্রার হার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫)

আসিফ, হাসনাত ও সারজিসের ফেসবুক আইডির কী হলো?

আসিফ, হাসনাত ও সারজিসের ফেসবুক আইডির কী হলো?

আজ আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার ও ক্ষমতায়নের অঙ্গীকার

আজ আন্তর্জাতিক নারী দিবস: নারীর অধিকার ও ক্ষমতায়নের অঙ্গীকার

আজকের নামাজের সময়সূচি (১৯ এপ্রিল, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৫ ফেব্রুয়ারি, ২০২৫)

গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল : সাদিক কায়েম

গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল : সাদিক কায়েম

প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

সচিবালয়ে আগুন সুপরিকল্পিত, বলছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

সচিবালয়ে আগুন সুপরিকল্পিত, বলছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন