আইপিএল ২০২৫: সূচি চূড়ান্ত, শুরু ২১ মার্চ
সৌদি আরবে অনুষ্ঠিত মেগা নিলামের পর এবার আইপিএল ২০২৫-এর মাঠের লড়াইয়ের সূচি চূড়ান্ত হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর শুরু হবে ২১ মার্চ এবং চলবে প্রায় দুই মাস। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে।
প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (যার ফাইনাল ৯ মার্চ) পর খেলোয়াড়দের বিশ্রামের জন্য সূচি এক সপ্তাহ পেছানো হয়েছে। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা রোববার এক বিশেষ মিটিং শেষে এই সিদ্ধান্তের কথা জানান।
আইপিএলের নিয়ম অনুযায়ী, গত আসরের চ্যাম্পিয়ন দলের মাঠেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালও একই ভেন্যুতে হবে।
অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ, রাজীব গান্ধী স্টেডিয়ামে।
গত নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি ব্যয় করেছে। মোট ১৮২ জন খেলোয়াড় কেনা হয়েছে, যার মধ্যে ৬২ জন বিদেশি। তবে অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের মতো তারকা ক্রিকেটার দল পাননি
বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি এবারও আইপিএল দলগুলোর আগ্রহ দেখা যায়নি।
আইপিএল ২০২৫-এ মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি প্রকাশিত হবে বলে জানা গেছে। টুর্নামেন্টটি যেমন ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়াবে, তেমনই এটি আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে।