মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫| দুপুর ১২:৪৬

‘আপনাদের আম্মু আর ফিরবে না’ – হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

‘আপনাদের আম্মু আর ফিরবে না’ – হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বলেন, “যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না।”

তিনি আরও বলেন, “এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামায়াতসহ যেসব দল রয়েছে, আলেম-ওলামারা রয়েছেন, ইসলামী অ্যাক্টিভিস্ট রয়েছেন—সবাই তাদের বাকস্বাধীনতা হারিয়েছেন।”

হাসনাত অভিযোগ করেন, দেশে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সিন্ডিকেট সক্রিয় রয়েছে, এবং বহু হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। তিনি বলেন, “আমরা চাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক। শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যার বিচার করা হোক। গত ১৬ বছরের গুম, খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ।”

তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগের বিপক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।”

এদিন সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে ওঠে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী ছাড়াও সমাবেশে যোগ দেন অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি