মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫| বিকাল ৩:৩৩

অ্যাডমিন অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২৯, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
অ্যাডমিন অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া

অ্যাডমিন অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া

প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। বেসরকারি এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি এবার অ্যাডমিন অফিসার পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ এপ্রিল থেকে, যা চলবে আগামী ৭ মে ২০২৫ পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডমিন অফিসার পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের কমপক্ষে বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ভালো দখল থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে টাইপিং দক্ষতাও থাকতে হবে। পদটির জন্য প্রার্থীদের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদে চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মস্থল নির্ধারিত হয়েছে রাজধানীর সাভার এলাকায়। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://southasiauni.ac.bd এ গিয়ে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি