সোমবার, ১০ই মার্চ, ২০২৫| সন্ধ্যা ৬:২৪

১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি

১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি

বিভিন্ন কারণে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্য পুনরায় চাকরিতে ফিরতে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বরখাস্ত হওয়া এসব সদস্যদের পুনর্বহালের আবেদন পুলিশের সদর দপ্তরে গৃহীত হয়েছে।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন—১ হাজার ২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন সহকারী উপপরিদর্শক (এএসআই/এটিএসআই), ২০০ জন উপপরিদর্শক (এসআই), সার্জেন্ট ও টিএসআই, ১০ জন পরিদর্শক এবং ২৮ জন নন-পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চাকরিতে পুনর্বহালের বিষয়টি পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যেসব সদস্য বিভাগীয় আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের পুনর্বহালের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর।

তবে যেসব পুলিশ সদস্য বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, তাদের পুনর্বহাল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও ফৌজদারি মামলায় অভিযুক্তদের চাকরিতে ফেরানোর বিষয়টিও বিবেচনায় আসেনি।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর নিশ্চিত করে বলেন, “১৫২২ চাকরিচ্যুত পুলিশ সদস্য চাকরি ফেরত পাচ্ছেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাদের পুনর্বহাল করা হবে।”

বিশ্লেষকরা মনে করছেন, এই পুনর্বহালের ফলে পুলিশের বাহ্যিক কাঠামোতে যেমন পরিবর্তন আসবে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাও পুনরুদ্ধার হতে পারে। তবে অনেকে বলছেন, চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হলে কঠোর যাচাই-বাছাই দরকার, যাতে অনৈতিক কোনো চর্চা বা স্বজনপ্রীতি না ঘটে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ