আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ, যা গত বুধবার কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে, সেটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ভূপাতিত হওয়ার প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে আজারবাইজানের তদন্ত কমিটি। গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হলে এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে মোট ৬৭ আরোহী ছিলেন, যাদের মধ্যে বেশ কিছু ছিলেন ক্রু সদস্যও। উড়োজাহাজটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি যাচ্ছিল, তবে পথের মধ্যে একটি সময় এটি ঘুরিয়ে দেওয়া হয়।
তদন্ত সূত্র অনুযায়ী, উড়োজাহাজটি এমন একটি এলাকায় ছিল যেখানে রাশিয়া নিয়মিত ইউক্রেনীয় ড্রোন হামলার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছে। প্রাথমিক তদন্তে দেখা যায়, উড়োজাহাজটি রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে আঘাত পেয়েছিল। তদন্তকারী সূত্র জানিয়েছে, উড়োজাহাজটির যোগাযোগ সিস্টেমও অকার্যকর হয়ে যায় ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে।
এছাড়া, রাশিয়ার বিমানবিধ্বংসী ব্যবস্থা সম্পর্কে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, উড়োজাহাজটিকে আঘাত করতে পারে এমন প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। কানাডাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটি ভূপাতিত করেছে বলে তারা নিশ্চিত। কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ বলেছেন, তিনি নিশ্চিত নয়, তবে এই দাবি অস্বীকারও করতে পারছেন না।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এ ধরনের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অনুমান করা উচিত হবে না।” আজারবাইজান এ ঘটনায় রাশিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি আশা করছে।
উল্লেখ্য, উড়োজাহাজটির বিধ্বস্তের ঘটনা নিয়ে আজারবাইজান এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তদন্ত চালাচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশা করা যাচ্ছে।