রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫১

হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২১, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

ঢাকা জেলা কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি। তিনি দেশকে অস্থিতিশীল করতে তার দোসরদের কাজে লাগাচ্ছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখতে হবে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর ওপর যে জুলুম চালানো হয়েছে, তা অন্য কোনো দলের ওপর হয়নি। তবে ক্ষমতায় গেলে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তিনি বৈষম্যহীন ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন।

স্বৈরাচার সরকারের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে শিশুদেরও প্রতিবাদ করতে দেখা গেছে। তিনি দাবি করেন, শাপলা চত্বরে হাজার হাজার আলেম-ওলামাকে হত্যা এবং গণহত্যা চালানো হয়েছে।

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। কর্মীদের নিজের চরিত্র উন্নয়ন করে জনগণকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন, ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং আরও কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ