রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৫

বিএসএমএমইউ উপাচার্যের চিকিৎসকদের গবেষণায় মনোনিবেশের আহ্বান

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ

বিএসএমএমইউ উপাচার্যের চিকিৎসকদের গবেষণায় মনোনিবেশের আহ্বান

দেশের কল্যাণে এবং রোগীদের সেবায় গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি চিকিৎসকদের গবেষণায় ইথিক্যাল নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও তা সম্প্রসারণে মনোনিবেশ করা উচিত।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন উপাচার্য। এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিনসহ আরও বেশ কয়েকজন শিক্ষক ও গবেষক।

আউটকাম বেইসড কারিকুলাম বিষয়ক আরেক কর্মশালায় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, দেশের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ তৈরিতে ফ্যাকাল্টি উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামের আন্তর্জাতিক মান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বমানের কারিকুলাম তৈরি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম উন্নত করার মাধ্যমে বিএসএমএমইউকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত