মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫| বিকাল ৩:১০

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে সরকার কাজ করছে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

প্রতিবেদক
staffreporter
মে ২, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ
শ্রমের ন্যায্যতা নিশ্চিতে সরকার কাজ করছে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে সরকার কাজ করছে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

শ্রমিকদের ন্যায্য অধিকার ও তাদের জীবনমান উন্নয়নে সরকার সচেষ্টভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “অনেক কিছু করে ফেলেছি—ব্যাপারটা এমন নয়। তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-তে বাংলাদেশের বর্তমান অবস্থার কথাও তুলে ধরেন। উপদেষ্টা জানান, আইএলও-তে গিয়ে দেখা গেছে, গত ২০ থেকে ৩০ বছরে শ্রমিকদের বেতন ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় চলে গেছে। তিনি সতর্ক করে বলেন, “অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, আরেকটু হলেই বাংলাদেশকে ব্যান করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।”

তবে বর্তমান সরকার এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। শ্রমিকদের কল্যাণে এবং আন্তর্জাতিক মান রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে আশ্বাস দেন উপদেষ্টা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত