রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০৫

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আবেদন শুরু

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১, ২০২৪ ৬:৫৭ পূর্বাহ্ণ

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আবেদন শুরু


বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি (মিলিটারি অফিসারস ডিফেন্স কোর) শাখায় সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসে এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

পদের বিবরণ ও যোগ্যতা

ট্রেড:
১. সাধারণ (জিডি)
২. করণিক
৩. আর্মোরার
এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানেরাও (এমএস) আবেদন করতে পারবেন।

বয়স:
১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা:

সাধারণ ট্রেড: ন্যূনতম জিপিএ ২.০০।
করণিক ট্রেড: ন্যূনতম জিপিএ ৩.০০।
আর্মোরার ট্রেড: বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.০০।
শারীরিক যোগ্যতা:

উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি।
বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি।
চোখ: ৬/৬ (বর্ণান্ধ প্রার্থী অযোগ্য)।
সাঁতার: ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানাতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীদের টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১. এসএমএস প্রক্রিয়া:

মেসেজ অপশনে গিয়ে “Sainik <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পাসের সাল> <জেলা কোড> <ট্রেড কোড>” লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রাথমিক যাচাইয়ের পর প্রার্থীকে পিন নম্বর পাঠানো হবে।
২. অনলাইন আবেদন:

পিন নম্বর ব্যবহার করে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি ৩০০ টাকা এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদন ফরমে রঙিন ছবি আপলোড করতে হবে।
প্রবেশপত্র
আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে। এটি আবেদন সম্পন্ন করার ৭ দিনের মধ্যে ডাউনলোড করতে হবে।

সুযোগ-সুবিধা

প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৮,৮০০ টাকা।
প্রশিক্ষণ শেষে জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা।
পদোন্নতির সুযোগ (সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত)।
ভর্তুকি মূল্যে রেশন ও উন্নত চিকিৎসার সুবিধা।
নিরাপদ পরিবেশে মানসম্পন্ন বাসস্থানের সুযোগ।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে

জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে

ইন্টারনেট সুরক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ, সরকার নাগরিক হয়রানি চায় না

ইন্টারনেট সুরক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ, সরকার নাগরিক হয়রানি চায় না

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুগের অবসান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা

জাবিতে ‘ভারতীয় অর্থায়নে’ ভবন নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভ ও উত্তেজনা

জাবিতে ‘ভারতীয় অর্থায়নে’ ভবন নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভ ও উত্তেজনা

জানুয়ারিতে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা: মাহফুজ

জানুয়ারিতে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা: মাহফুজ

চরের জমি দখলে নেমেছেন বিএনপি নেতারা, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ার জয়

লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ার জয়

নতুনভাবে নির্মাণ হবে আমির খানের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট

বাংলাদেশের অর্থনীতির তিনটি প্রধান ঝুঁকি: মূল্যস্ফীতি, ঋণ সংকট ও দ্রব্যমূল্যের ধাক্কা

বাংলাদেশের অর্থনীতির তিনটি প্রধান ঝুঁকি: মূল্যস্ফীতি, ঋণ সংকট ও দ্রব্যমূল্যের ধাক্কা