শনিবার, ২৪শে মে, ২০২৫| রাত ৯:০০

নিলামে বিক্রি হলো আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা

প্রতিবেদক
staffreporter
মে ২৪, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
নিলামে বিক্রি হলো আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা

নিলামে বিক্রি হলো আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ১৫ লাখ ২০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৮ কোটি টাকা। ঐতিহাসিক এই দস্তানাগুলো নিলামে তোলে ‘ফ্রিম্যানস-হিন্ডম্যান’ নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত এই নিলামে দস্তানাগুলো কেনেন এক অনামী সংগ্রাহক।

জানা গেছে, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনের ‘ফোর্ড থিয়েটার’-এ নাটক দেখতে গিয়ে আততায়ীর গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। সেদিনই তিনি এই চামড়ার দস্তানা জোড়া সঙ্গে রেখেছিলেন, যা গুলিবিদ্ধ হওয়ার সময় রক্তমাখা হয়ে পড়ে। ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত মূল্যবান এই দস্তানাগুলোই এবার নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়।

লিংকনের ঐ রাতের ব্যবহৃত আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়। দস্তানার পর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জিনিসটি ছিল একটি রুমাল, যা হামলার দিন লিংকনের পকেটেই ছিল। এই রুমালটি ৮ লাখ ২৬ হাজার ডলারে, অর্থাৎ প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হয়েছে।

এ ধরনের নিলাম কেবল ঐতিহাসিক মূল্যবান বস্তু সংরক্ষণের ক্ষেত্রে নয়, ইতিহাসপ্রেমীদের জন্যও এক বিরল সুযোগ তৈরি করে, যারা ইতিহাসের এক খণ্ডকে নিজেদের সংগ্রহে রাখতে চান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি