শনিবার, ২৪শে মে, ২০২৫| সকাল ৭:১৬

গুজবে বিভ্রান্ত না হতে জনগণকে সতর্ক করল সেনাবাহিনী

প্রতিবেদক
staffreporter
মে ২৩, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
গুজবে বিভ্রান্ত না হতে জনগণকে সতর্ক করল সেনাবাহিনী

গুজবে বিভ্রান্ত না হতে জনগণকে সতর্ক করল সেনাবাহিনী

গুজব ও ভুয়া তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক পোস্টে এই বার্তা দেওয়া হয়।

পোস্টটিতে জনগণের উদ্দেশে বলা হয়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।” সেনাবাহিনী জোর দিয়ে জানায়, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি ও প্রচার করেছে। এই ভুয়া প্রচারণার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সেনাবাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা।

সেনাবাহিনী সবাইকে সতর্ক করে বলে, এমন অপচেষ্টা থেকে সাবধান থাকতে হবে এবং তথ্য যাচাই করে বিশ্বাস করতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে গুজব না ছড়ানো এবং বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি