শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫| রাত ৩:২৮

যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৯, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ

যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ

আজ বুধবার (৯ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে চীনের ওপর মোট শুল্কের পরিমাণ এখন ১০৪ শতাংশে দাঁড়িয়েছে। এই খবর বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা ছড়িয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার বলেন, “আজ থেকে চীনের পণ্যে এই চমকপ্রদ শুল্ক চালু হচ্ছে।” তিনি জানান, ট্রাম্প এই পদক্ষেপে অটল। তিনি বলেন, “এটা আমেরিকার স্বার্থ রক্ষার জন্য। চীন যতই চেষ্টা করুক, আমরা পিছু হটব না।” এই ঘোষণা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে।

চীন এই শুল্কের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, “ট্রাম্প ভুলের ওপর ভুল করছেন। এই ৫০ শতাংশ বাড়তি শুল্ক অযৌক্তিক।” তারা পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। একজন চীনা ব্যবসায়ী বলেন, “এটা আমাদের বাণিজ্যে মারাত্মক আঘাত। কিন্তু আমরা হাল ছাড়ব না।”

শুল্ক কার্যকরের খবরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ধাক্কা লেগেছে। সিএনএন জানায়, মঙ্গলবার লেভিটের বক্তব্যের পর বাজারে দরপতন শুরু হয়। এর আগে বাজারে ইতিবাচক ধারা ছিল। একজন বিনিয়োগকারী বলেন, “এই শুল্কযুদ্ধ আমাদের উদ্বিগ্ন করছে। এর প্রভাব অনেক দূর যাবে।”

ট্রাম্পের শুল্ক নীতি এর আগেও বিতর্ক তৈরি করেছে। গত ফেব্রুয়ারিতে তিনি চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক বসান। এর পেছনে ফেনটানিল নামক মাদকের প্রবেশ ঠেকানোর যুক্তি ছিল। তারপর ধাপে ধাপে শুল্ক বাড়তে বাড়তে ১০৪ শতাংশে পৌঁছেছে। সিএনএন বলছে, গড়ে চীনকে এখন ১২০ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হবে।

গত বছর চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ আমদানিকারক দেশ ছিল। তারা ৪৩৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, আর রপ্তানি করেছে ১৪৪ বিলিয়ন ডলারের পণ্য। এই বাণিজ্যযুদ্ধে দুই দেশের শিল্পই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন ব্যবসায়ী বলেন, “এতে আমাদের কারখানা বন্ধ হতে পারে। অনেকে চাকরি হারাবে।”

যুক্তরাষ্ট্রের ভোক্তারাও চিন্তিত। একজন ক্রেতা বলেন, “চীনা পণ্যের দাম বাড়বে। আমাদের পকেটে টান পড়বে।” ট্রাম্প অবশ্য বলছেন, “এটা আমেরিকার উৎপাদন বাড়াবে। আমরা নিজেদের ওপর ভরসা করব।” কিন্তু এই শুল্কের প্রভাবে অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “আমরা পাল্টা জবাব দেব। ট্রাম্পের এই ভুল সিদ্ধান্তের জন্য তিনিই দায়ী।” তাদের পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এই শুল্কযুদ্ধ বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি