শনিবার, ২৪শে মে, ২০২৫| ভোর ৫:১২

দুর্বল পাসওয়ার্ড নিজেই বদলে দেবে গুগল ক্রোম

প্রতিবেদক
staffreporter
মে ২৩, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
দুর্বল পাসওয়ার্ড নিজেই বদলে দেবে গুগল ক্রোম

দুর্বল পাসওয়ার্ড নিজেই বদলে দেবে গুগল ক্রোম

অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া আধুনিক জীবনের দৈনন্দিন কার্যক্রম যেন কল্পনাই করা যায় না। কিন্তু ভার্চুয়াল দুনিয়ার এই ওপর নির্ভরতা যত বেড়েছে, ততই বেড়েছে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ। হ্যাকারদের দৌরাত্ম্যে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে প্রতিনিয়ত তথ্য ফাঁসের ঘটনা ঘটছে। এর মাঝেই দুর্বল পাসওয়ার্ড যেন ব্যবহারকারীর অনিচ্ছাকৃত ভুল, যা অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক এই বিষয়টি মাথায় রেখেই গুগল ক্রোম আনছে এক অভিনব উদ্যোগ—দুর্বল পাসওয়ার্ড নিজেই শনাক্ত করবে এবং প্রস্তাব দেবে শক্তিশালী বিকল্প পাসওয়ার্ডের।

গুগল পাসওয়ার্ড ম্যানেজারের বর্তমান সংস্করণ শুধু দুর্বল পাসওয়ার্ড শনাক্ত করতে পারত। কিন্তু নতুন আপডেটের মাধ্যমে এবার এক ধাপ এগিয়ে যাচ্ছে গুগল। ধরা যাক, কেউ পাসওয়ার্ড হিসেবে দিয়েছেন ‘1234’ বা ‘password’—এমন দুর্বল পাসওয়ার্ডকে কেবল শনাক্তই নয়, স্বয়ংক্রিয়ভাবে তার পরিবর্তে নিরাপদ ও জটিল পাসওয়ার্ড তৈরি করেও দেবে গুগল ক্রোম। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো কিছুই পরিবর্তন হবে না। পাসওয়ার্ড বদলানোর সময় ইউজারের সম্মতি চাইবে গুগল, এবং পছন্দ না হলে ব্যবহারকারী সেই পরিবর্তন প্রত্যাখ্যানও করতে পারবেন।

এই ফিচার চালু হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের শেষ নাগাদ। গুগলের মতে, অনেকেই জানেন নিরাপদ পাসওয়ার্ড রাখা দরকার, কিন্তু তারপরও অনেকে অবহেলা করেন। ফলস্বরূপ তারা অনলাইনে নানা বিপদের সম্মুখীন হন। গুগল চায়, তাদের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদে থাকুন।

উল্লেখ্য, এর আগে গুগল অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তনের একটি সুবিধা চালু করেছিল। তবে ব্রাউজারে সরাসরি পাসওয়ার্ড বদলানোর এমন সুযোগ এই প্রথম। এখন দেখার বিষয়, গুগলের এই উদ্যোগ ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয়তা পায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি